ফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

২৮ জুন ২০২১

 স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে ফোনের ব্যাটারির ৮০-৯০ শতাংশ নেমে আসলে চার্জ দেয়া উচিত। শতভাগ চার্জ দিলে ব্যাটারির উপর চাপ পড়ে। ৯৫ শতাংশ চার্জ হলেই চার্জার থেকে খুলে রাখুন। 

ফোনটির সুইচ অফ করে চার্জ দিলে চার্জ দ্রুত হয়। ব্যাটারির আয়ুও বাড়ে ।  ফোনে চার্জ দেয়া অবস্থায় কথা বললে কিংবা গেমস খেললে ব্যাটারি বিস্ফোরণ হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে ব্যাটারির আয়ুও কমে।

 গাড়ির ইঞ্জিন বরাবর অথবা সরাসরি সূর্যের আলোতে স্মার্টফোন রাখা উচিত নয়। এতে ব্যাটারি তাপ শোষণ করে বেশি গরম হয়ে যেতে পারে। চার্জ কম খরচ করে দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখা ও ফোনের স্পিকারের পরিবর্তে হেডফোন দিয়ে ভিডিও দেখা ও অডিও শোনা যেতে পারে।


মন্তব্য
জেলার খবর