বাজার থেকে গাড়ি সরিয়ে নিচ্ছে টেসলা

২৮ জুন ২০২১

চীনের বাজার থেকে নিজেদের ২ লাখ ৮৫ হাজারের বেশি গাড়ি সরিয়ে নিচ্ছে টেসলা। ব্রেকিং সিস্টেমে দুর্বলতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

 গাড়িগুলোর মধ্যে ৩৫হাজার ৬৬৫টি আমদানি করা মডেল ৩ রয়েছে। রয়েছে টেসলার সাংহাই কারখানায় তৈরি ২লাখ ৪৯ হাজার ৮৫৫টি মডেল ৩ এবং মডেল ওয়াইয়ের গাড়ি।

গত মার্চে চীনের সামরিক কমপ্লেক্স ও আবাসিক এলাকায় টেসলা গাড়ি প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সামরিক বাহিনী।  অথচ টেসলার মোট উৎপাদনের শতকরা প্রায় ৩০ ভাগই চীনে বিক্রি হয়।

সিএনএন


মন্তব্য
জেলার খবর