মন্তব্য
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন,ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দিক-নির্দেশনা অনুযায়ী আমরা দেশে ২০ হাজার থেকে ৩০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে চাই।
তিনি বলেন, ইরানে বর্তমানে মাত্র এক হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদিত হয়। ইরানে বর্তমানে মাত্র এক হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদিত হয়। বর্তমানে যে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় তা আসে বুশেহর পরমাণু স্থাপনা থেকে।
তিনি আরো বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ব্যয়বহুল হলেও পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক কম পড়ে। গড়পড়তায় একটি পারমাণবিক স্থাপনা থেকে ৬০-৭০ বছর পর্যন্ত ভালোভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
পার্সটুডে