একক দিনে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ করোনা রোগী মারা গেছেন গত ২৪ ঘণ্টায়, ১১৯ জন।এর আগে সর্বোচ্চ করোনা রোগী মারা যায় গত ১৯ এপ্রিল, ১১২ জন। এদিকে শুরুতে কম থাকলেও সংক্রমণের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাণ্ডব চালাচ্ছে করোনা, বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রথমবারের মতো একক দিনে মৃত্যু একশ’ ছাড়ায় ১৭ এপ্রিল। অন্যদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার। বাড়ির বাইরে চলাচল ও সার্বিক কর্মকাণ্ডের ওপরে আরাপ করা হচ্ছে কঠোর বিধিনিষেধ (‘লকডাউন’)। তারপরও থামানো যাচ্ছে না এ ভাইরাসের দাপট। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির বাইরে সঠিকভাবে মাস্ক পরিধান করা ও অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকাসহ করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে বারবার তাগিদ দিচ্ছেন স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্টরা।
রোববার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টার এ মৃত্যুসহ এ পর্যন্ত ১৪ হাজার ১৭২ জন করোনা রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ২৬৮ জনের। পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ২৪৯ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৯।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এ পর্যন্ত আট লাখ ৮৮ হাজার ৪০৬ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা। এর মধ্যে সুস্থ হয়েছেন আট লাখ চার হাজার ১০৩ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ছয় হাজার ৭৮১টি। শনাক্তের হার ১৩ দশমিক ৬৫।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৬২৮টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৪০০টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৪৪ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ২৪ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে২২ জন করে, খুলনায় ৩২ জন, বরিশালে দুই জন, সিলেটে পাঁচ জন, রংপুরে নয় জন ও ময়মনসিংহ তিন জন ছিলেন। সরকারি হাসপাতালে ৯৯ জন, বেসরকারি হাসপাতালে ১৪ জন, বাড়িতে চার জন মারা গেছেন। আর বাকি দুইজনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায় ।
এমকে