আগের গত ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। কমেছে দৈনিক শনাক্তের হারও। শনাক্ত হয়েছেন আট হাজার ৩৪৫ জন, মারা গেছেন ২৯ জন। ২১ দশমিক ৫০ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় আট হাজার ৩৫৯ জন, মারা যায় ৩৬ জন, শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৮৩। স্বাস্থ্য অধিদফতরের রোববার ও শনিবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন, মারা গেছেন ২৮ হাজার ৫৮৯ জন। আর এ রোগ থেকে সুস্থ হয়েছেন ১৬ লাখ দুই হাজার ৫৫০ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪০৯টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৩।
অধিদফতর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে ওঠেছেন আট হাজার ১৫৯ জন। নমুনা সংগৃহীত হয়েছে ৩৮ হাজার ২৪৭টি, পরীক্ষা হয়েছে ৩৮ হাজার ৮২১টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ জন, বাকিরা নারী। বিভাগের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রাম ও খুলনায় চারজন করে, রংপুরে তিনজন, ময়মনসিংহে দুইজন আর রাজশাহী ও সিলেটে আছেন একজন করে। ২২ জন সরকারি হাসপাতালে ও সাতজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন, সবাই চিকিৎসাধীন ছিলেন।
এমকে