মন্তব্য
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের ভাইভা স্থগিত করা হয়েছে। এ মৌখিক পরীক্ষা ২৭ থেকে ৩০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদের ভাইভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটেও (www.shed.gov.bd) এ তথ্য জানানো হবে।