মন্তব্য
সমানের মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরমেটে লড়বে বাংলাদেশ। এ সফরের আগেই বিশেষজ্ঞ ব্যাটিং পরামর্শক ও স্পিন বোলিং পরামর্শক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যাটিং পরামর্শক হিসেবে নির্বাচন করা হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে এবং স্পিন পরামর্শক হিসেবে নির্বাচন করা হয়েছে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথকে।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন হেরাথ। এমনটাই চুক্তি হয়েছে। তবে ব্যাটিং কোচ হিসেবে শুধু জিম্বাবুয়ে সফরে দায়িত্ব পালন করবেন প্রিন্স।
আগামীকাল ভোরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেবে তামিম-মুশফিকরা। সেখানে ১টি টেস্ট, তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।