করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি
নিচ্ছে সরকার।এ জন্য যেখানে যা ব্যবস্থা নেয়া দরকার, সেটা করা হবে বলে জানিয়েছেন
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা
নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন
নিশ্চিতকরণ সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আলোচনাও হয়েছে। রোববার
রাজধানী ঢাকার ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব
করেন মন্ত্রী রেজাউল করিম।সেখানেই ওই কথা বলেন তিনি।
মন্ত্রী রেজাউল করিম বলেন, কোরবানিতে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতে স্থানীয় সরকার
ইউনিটসহ প্রাণিসম্পদ অধিদফতর ও মাঠ প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রশাসনকে
সহায়তা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। প্রয়োজন হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট
নিয়োজিত হবে।
প্রাণিসম্পদমন্ত্রী জানান, কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করার বিষয়টি কঠোরভাবে
মনিটরিং করা হবে। পশু পরিবহনের ক্ষেত্রে সড়কে চাঁদাবাজি ও ফেরিঘাটে দীর্ঘ সময় আটকে
থাকা অথবা অন্য কোনোভাবে সমস্যা যাতে না হয়, সে জন্য সব ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে
প্রতিকূল অবস্থার তাৎক্ষণিক সমাধানে প্রাণিসম্পদ অধিদফতরে মনিটরিং সেল থাকবে এবং
কন্ট্রোল রুম চালু করা হবে। খামারিদের চাহিদার আলোকে সড়কের পাশাপাশি রেলের মাধ্যমে
পশু পরিবহনের ব্যবস্থা করা হবে।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের
মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ,
জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, রেলপথ
মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, সংশ্লিষ্ট
অন্যান্য দফতরের প্রতিনিধি এবং ডেইরি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।
এমকে