মন্তব্য
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীতে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে আটক করেছে র্যাব-৭। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। এর আগে রোববার ভেল্লাপাড়া এলাকায় র্যাবের অস্থায়ী তল্লাশিচৌকিতে আটক করা হয় তাকে। আটকের আগে তিনি কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একটি প্রাইভেটকার তল্লাশির সময় এ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় সোমবার রাত (রোববার দিনগত) পৌনে ২টার দিকে র্যাব-৭ পরিচালক বাদি হয়ে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করেছেন। ওসি দুলাল মাহমুদ বলেন, সকালে মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে