পদত্যাগ করেছেন ফিলিস্তিনের শ্রমমন্ত্রী

২৯ জুন ২০২১

ফিলিস্তিন কর্তৃপক্ষের কট্টর সমালোচক নিজার বানাতকে (৪৩) আটকের পর নির্যাতন করে পুলিশ হেফাজতে হত্যার অভিযোগ উঠেছে।

বানাতকে হত্যার প্রতিবাদে ফিলিস্তিনের শ্রমমন্ত্রী নাসরি আবু জাইশ রোববার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের জোট সরকারের শরিক দল বামপন্থি পিপলস পার্টির নেতা।

বানাতের মৃত্যুর প্রতিবাদে রামাল্লায় বিক্ষোভ হচ্ছে। ফিলিস্তিনিরা ‘গদি ছাড়ো আব্বাস, গদি ছাড়ো’, ‘মানুষ এ সরকারকে চায় না’ এমন স্লোগান দিচ্ছে।

আরব নিউজ

 


মন্তব্য
জেলার খবর