ফিলিস্তিনি তরুণীকে ধর্ষণের হুমকি

২৯ জুন ২০২১

ইসরাইলি সেনাবাহিনীর হাতে গ্রেফতারের পর  অবর্ণনীয় নির্যাতনের শিকার হন ফিলিস্তিনি তরুণী মায়েস আবু ঘোষ। আল মাসকোবিয়া ইন্টারোগেশন সেন্টারে জিজ্ঞাসাবাদের নামে টানা ৩৩ দিন নির্যাতন চালায়। শরীরে ও মাথায় আঘাত করা হয়। অসহ্য ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ চেয়েও পাননি মায়েস। ধর্ষণের হুমকিও দেওয়া হয়।  এ সময় তার ওজন ২৬.৫ পাউন্ড কমে যায়।

মায়েস বলেন, আমাকে ধরে নেওয়ার পর তারা আমাকে নিয়ে ঠাট্টা শুরু করে দেয়। তারা বারবার বলছিল, জিজ্ঞাসাবাদ চলাকালে আমার মৃত্যু হবে। ধরে নেওয়ার পর চেয়ারের সঙ্গে আমার হাত এবং গোড়ালি শক্তভাবে বেঁধে রাখা হয়। হাতকড়ার কারণে হাত থেকে অনবরত রক্ত ঝরতে থাকে। চুল বাঁধার সুযোগ দেওয়া হয়নি। কেননা চুল ধরেই কিলঘুষি ও মারধর করা হতো।

২৪ বছর বয়সী মায়েস আবু ঘোষ ফিলিস্তিনের পশ্চিমতীরের বিরজেইত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া বিভাগের শিক্ষার্থী । কালান্দিয়া শরণার্থী শিবিরের এই বাসিন্দাকে ২০১৯ সালের ২৯ আগস্ট গ্রেফতার করা হয়। 

আনাদোলু এজেন্সি


মন্তব্য
জেলার খবর