মন্তব্য
দুই বিখ্যাত নারী অধিকার কর্মী ও মানবাধিকারকর্মী নাসিমা আল-সাদাহ এবং সমার বাদাভিকে মুক্তি দিয়েছে সৌদি আরব।
২০১৮ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর বন্দি থাকার পর সাজা শেষ হওয়ায় মুক্তি পেয়েছেন তারা।
এক টুইট বার্তায় খবরটি জানিয়েছেন সৌদি আরবের মানবাধিকার নিয়ে কাজ করা লন্ডনভিত্তিক সংগঠন এএলকিউএসটি ।
আল-জাজিরা