মিয়ানমারে কারাগারে অবর্ণনীয় নির্যাতন

২৯ জুন ২০২১

মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পরে গাঢাকা দেওয়া সু চি'র নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসির (এনএলডি) প্রভাবশালী নেতাদের অবস্থান জানতে বন্দি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। 

দেশটির নিরাপত্তারক্ষীরা গভীর রাতে অভিযান চালিয়ে দেশটির বিভিন্ন স্থান থেকে এনএলডির নেতাকর্মীদের ধরে নিয়ে জেলে রাখছে। এরপর তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে। নির্মম নির্যাতন চালিয়ে প্রায় আধমরা করা হচ্ছে এনএলডির গ্রেপ্তারকৃত কর্মীদের। অবর্ণনীয় নির্যাতন চলছে সেনাবাহিনীর কারাগারে।

ঠোঁটে, গালে, কপালে, চোখের পাতায় ঠেসে ধরছে জলন্ত সিগারেট। বন্দিদের চোখ বাঁধা থাকলেও, ঘুমানোর কোনো উপায় নেই। মুখে বুকে কাঁধে লাথির পর লাথি চলছেই। ধর্ষণের হুমকিও রয়েছে। কারাগারগুলো জনাকীর্ণ। পরিবেশ ভীষণ অস্বাস্থ্যকর।  সেনাদের নির্মমতা সহ্য করতে না পেরে আত্মহত্যার প্রস্তুতি নেয়ার ঘটনাও ঘটছে।

সিএনএন


মন্তব্য
জেলার খবর