প্রায় সারা দেশে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেতুলিয়ায় ৬ দশমিক ৯। পরবর্তী ২৪ ঘণ্টায় দিনে সামান্য বৃদ্ধি পেলেও কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। এদিকে ৮ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি ছড়িয়ে পড়তে পারে আরও কিছু এলাকায়। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।
মৃদু শৈত্যপ্রবাহের তালিকায় আছে- নীলফামারী,পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার এবং চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার নাম।
রোববার বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ১৩, ময়মনসিংহে ১১ দশমিক ৩, চট্টগ্রামে ১৫, সিলেটে ১০ দশমিক ২, রাজশাহীতে ১০ দশমিক ১, রংপুরে ১০ দশমিক ২, খুলনায় ১২ এবং বরিশালে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভবনা আছে।
এমকে