মন্তব্য
তুরস্ক তাদের সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক ড্রোন নির্মাণ করছে। তুরস্কের বায়ারাকতার কোম্পানির তৈরি দামি ও কার্যকর ড্রোনগুলো যুদ্ধের গতিপ্রকৃতিই বদলে দিয়ে বিশ্বজয় করেছে।
এ বায়রাখতার টিবি-২ ড্রোন যুদ্ধের সময় শত্রু পক্ষের অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য দিতে পারে। আক্রমণ পরিচালনার জন্য চারটি মিসাইল বহন করতে পারে। ২০২০ সালে এ ড্রোনগুলো যে তিন দেশে ব্যবহৃত হয়েছে সেখানকার প্রতিপক্ষ বাহিনীর ট্যাংক, আর্মড ভেইকল, গোলা-বারুদের গুদাম ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
ফলে তুরস্কের ড্রোনগুলো সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোতেও এ ড্রোনগুলোর চাহিদা বেড়েছে। তুর্কি ড্রোন কিনেছে পোল্যান্ড আর কিনতে যাচ্ছে লাটভিয়া।
এল পেরিওডিকো ও লে মনডে