অস্থিরতা কাজ করছে সরকারে, সংসদে ইনু

২৯ জুন ২০২১

জাসদ সভাপতি হাসানুল হক ইনু মনে করেন, দেশে করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সম্পৃক্ত নয়টি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। আর সরকারের মধ্যে কাজ করছে অস্থিরতা। লকডাউন-শাটডাউনসহ সংক্রান্ত প্রজ্ঞাপন ঘনঘন পরিবর্তন প্রসঙ্গ টেনে সোমবার জাতীয় সংসদে এমন মন্তব্য করেন ইনু। এর আগে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ পান তিনি। তার দল ১৪ দলীয় জোটের শরিকের একটি।

হাসানুল হক ইনু বলেন, গত কয়েকদিনের পত্রিকার রিপোর্ট এবং সরকারের বক্তব্য-বিবৃতি সবকিছু মেলালে যা দেখা যায় তা অতি উদ্বেগজনক। এসব বক্তব্য-বিবৃতির মধ্য দিয়ে অস্থিরতাই প্রকাশ পাচ্ছে। প্রজ্ঞাপনে পরস্পর বিরোধী বক্তব্যও রয়েছে। ইনু বলেন, শুধু শহরেই নয়, জেলা-উপজেলা শহরে সংক্রমণ ঘটেছে। জেলা-উপজেলায় রোগীর জন্য বেড পাওয়া যায় না, অক্সিজেনের জন্য হাহাকার চলছে। বিষয়টি নিয়ে সরকারও চিন্তিত এবং উদ্বিগ্ন।

উদ্ভূত পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণ ও করোনার চিকিৎসা প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, লকডাউন কিংবা শাটডাউনের কোন বিকল্প নেই। জেলা-উপজেলার হাসপাতালের অবিলম্বে কিছু বেড বাড়ানো উচিত, আইসিইউ হয় তো বাড়ানো যাবে না। কিন্তু হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডার, পোর্টেবল অক্সিজেন যোগাড় করার সুযোগ রয়েছে। কূটনীতি প্রয়োগ করে টিকা সংগ্রহ করতে হবে। দেশের ভেতরে টিকা উৎপাদনের ব্যবস্থা করতে হবে। ২০২২ সালের মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বের সবাইকে টিকা দেয়ার ব্যবস্থা করতে হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর