বাংলাদেশ থেকে আরো ১৫ দিন ফিলিপাইনে ভ্রমণ করা যাবে না। কারণ দেশটিতে ভ্রমণের ওপর আগের আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের যাত্রীরাও দেশটিতে ভ্রমণ করতে পারবেন না। করোনার ভারতীয় (ডেল্টা ) ভেরিয়েন্টের বেশি সংক্রমণে এসব দেশ বিপর্যস্ত হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ফিলিপাইন। মঙ্গলবার এক খুদেবার্তায় আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সে দেশের স্বাস্থ্য সচিব ফ্রান্সিসকো ডিউক। এ নিয়ে চতুর্থবারের মতো এ নিষেধাজ্ঞা আরোপ করলো দেশটি। এর আগে বাড়িয়ে এ নিষেধাজ্ঞার মেয়াদ করা হয় ৩০ জুন পর্যন্ত।
এদিকে দেশটির স্বাস্থ্য উপসচিব রোজারিও ভার্জিয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বের ৯২টি দেশে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ দেখা দিয়েছে। কিন্তু এ মুহুর্তে সবক'টি দেশ থেকেই ফিলিপাইকে বিচ্ছিন্ন করা সম্ভব না। তাই বর্ধিত মেয়াদে বাকি দেশগুলোকে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে। তবে আমাদের সীমান্তে আরো শক্তিশালী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।
আরআই/এমকে