শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি স্পেনের

২৯ জুন ২০২১

স্পেন বনাম ক্রোয়েশিয়ার শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি হাসল স্পেন। তুমুল লড়াইয়ের এ ম্যাচে সোমবার ৫-৩ গোলে হারে ক্রোয়াটরা। এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠল স্প্যানিশরা। 

 

ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি দলই তিনটি করে গোল করে। ফলে গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত ওই সময়ে আরো দুটি গোল করে ম্যাচ নিজেদের স্প্যানিশরা। 

&dquote;&dquote;

স্পেনের হয়ে একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা, ফেররান তরেস, আলভারো মোরাতা ও মিকেল ওইয়ারসাবাল। আর ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন মিসলাভ ওরসিচ ও মারিও পাসালিচ। বাকি গোলটি আসে আত্মঘাতী গোল থেকে।


ইউরোর ইতিহাসে এটি সর্বোচ্চ গোলের একটি ম্যাচ ছিল এটি। শুরু থেকেই মাঠ নিজেদের দখলে রেখেছিল স্পেন। পুরো ম্যাচ জুড়ে ২৩টি শট নেয় স্পেন। অপর দিকে মাত্র ১২টি শট নেয় ক্রোয়েশিয়া। 

 

ম্যাচে প্রথম গোলটি করে ক্রোয়েশিয়া। গোলটি আসে ম্যাচের ২০ মিনিটে। এর ১৮ মিনিট পরই পাল্টা আক্রমণে প্রথম সফলতা পায় স্পেন। ১০ গজ দূর থেকে সজোরে শট হাঁকান পিএসজির মিডফিল্ডার সারাবিয়া। তার অভেদ্য শট লক্ষ্য খুঁজে নেয়। ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান চেলসি ডিফেন্ডার আসপিলিকুয়েতা। ৭৬ মিনিটে ব্যবধান আরো বাড়ান ফেররান তরেস। স্কোর তখন ৩-১। 

 

স্পেনের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় তখন। কিন্তু হাল ছাড়েনি ক্রেয়েশিয়া। ম্যাচের ৫ মিনিট আগে গোল করে ব্যবধান কমান ওরসিচ। এরপর যোগকরা সময়ে দলকে সমতায় আনেন পাসালিচ। ফলে ড্র হয়ে নির্ধারিত সময়ে শেষ হয় ম্যাচ। ফল নির্ধারণের জন্য আবারো মাঠে গড়ায় ম্যাচ। অতিরিক্ত এ সময়ে দুই গোল করে স্পেন। 


মন্তব্য
জেলার খবর