মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

২৯ জুন ২০২১

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তারকা খেলোয়াড় লিওনেল মেসি। রেকর্ড গড়ার এই দিনে দলের হয়ে জোড়া গোল করেন তিনি। বাকী গোল দুটি করেন যথাক্রমে আলেহান্দ্রো গোমেস ও লাউতারো মার্টিনেজ। ফলে মঙ্গলবার কুইয়াবার অ্যারেনা পানতানালে বলিভিয়াকে ৪-১ গোলে হারায় মেসিরা। 

 

কোপা আমেরিকায় ৪টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৩টিতে। ১০ পয়েন্ট নিয়ে শেষ আটে লড়াই করবে আর্জেন্টিনা। আগামী ৩ জুলাই গোইয়ানিয়ায় 'বি' গ্রুপের চতুর্থ দল ইকুয়েডরের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

আজ ভোরে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। মেসির বাড়িয়ে দেয়া বলে হেড করেন গোমেস। অভেদ্য শট খুঁজে নেয় লক্ষ্য। ম্যাচের ৩৩ মিনিটে আবারও গোলের দেখা পায় দলটি। এবার গোল করেন দলীয় অধিনায়ক মেসি। ৪৪তম মিনিটে আবারও গোল করেন মেসি। অধিনায়ককে মাঝ মাঠ থেকে বল বাড়ান আগুয়েরো। বলিভিয়ার গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। দেশের হয়ে এই নিয়ে ৭৫টি গোল করলেন মেসি। আর কোপা আমেরিকায় এটি তার ১২তম গোল।


মন্তব্য
জেলার খবর