ওসি প্রদীপ দম্পতির সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ

২৯ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডে বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে এ নির্দেশ দেন।

২০১৯ সালের আগস্টে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা  জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ তাদের নামে করা দুদকের মামলায় এ নির্দেশনা দেয়া হয়। এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রামের সহকারি পরিচালক রিয়াজ উদ্দিন রিসিভার নিয়োগের জন্য আদালতে আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, কক্সবাজারের ফ্ল্যাট কক্সবাজারের জেলা প্রশাসক ও চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার ভবন, পাঁচলাইশ এলাকার জায়গা ও দুইটি গাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসনকে দেখভালের নির্দেশ দিয়েছেন আদালত। তিনি আরো জানান, ওসি প্রদীপের ক্রোকের সম্পত্তি এতোদিন মাললার তদন্ত কর্মকর্তাদের তত্বাবধানে ছিল। মামলার তদন্ত প্রায় শেষের দিকে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর