বাংলার টাইগার কিনতে লাগবে সাড়ে ৪ লাখ টাকা

২৯ জুন ২০২১

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাম তার বাংলার টাইগার। স্বভাব শান্ত হলেও দেহটা বাঘের মতোই! ওজন  প্রায় ৯শ’ থেকে হাজার কেজি। খামারির দেয়া এ নামের ষাঁড়টির দাম ওঠেছে ৪ লাখ টাকা। তবে সাড়ে চার লাখ টাকায় ষাঁড়টি বিক্রি করতে চান তার মালিক। কুড়িগ্রামের রাজারহাটের সুলতানবাহাদুর এলাকার রাজিকুল ইসলাম-ই এ ষাঁড়ের মালিক।

ফ্রিজিয়াম জাতের এ ‘টাইগার’ এর বয়স প্রায় চার বছর। এতো বড় ষাঁড়কে একনজর দেখতে তার খামারে আসছেন অনেকেই। প্রতিদিন রাজিকুলের বাড়িতে এসেই দাম হাঁকাচ্ছেন ক্রেতারা।

খামার মালিক রাজিকুল ইসলাম বলেন, কোনো প্রকার ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাদ্যে ষাঁড়টিকে এ পর্যায়ে আনা হয়েছে। ষাঁড়টিকে খড়, জার্মানির তাজা ঘাস, খৈল ভূষি, চালের কুড়া, ভুট্টা,ভাতসহ পুষ্টিকর খাবার নিয়মিত খাওয়ানো হয়। এছাড়াও নিয়মিত গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেয়াসহ চিকিৎসকের পরামর্শ নেয়া হচ্ছে। খাবারসহ প্রতিদিন এ ষাঁড়টির পেছনে ৪০০ টাকার ওপর খরচ হয়।

রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: মো: জোবায়দুল কবীর বলেন, ষাঁড়টির বিষয়ে বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে বাংলার টাইগারের মালিক রাজিকুল ইসলামকে।

এ.এস লিমন/এমকে

 


মন্তব্য
জেলার খবর