গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১১২ জন মারা গেছেন । নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৪১ জনের। পাশাপাশি এ রোগ থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৩৮৮ জন, সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৬।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩২ হাজার ৬৫৯টি, পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৯৮২টি। শনাক্তের হার ২৩ দশমিক ৯৭। মারা যাওয়াদের মধ্যে ৬৭ জন পুরুষ এবং নারী ৪৫ জন। বিভাগ অনুযায়ী ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ৩৫ জন, বরিশালে ৩ জন, সিলেটে ১ জন , রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে ৪ জন। সরকারি হাসপাতালে ৭৭ জন, বেসরকারি হাসপাতালে ২১ জন এবং বাসায় ১৩ জন। বাকি একজনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায় ।
এমকে