তুরস্কের ৫ম প্রজন্মের স্যাটেলাইট

৩০ জুন ২০২১

তুরস্কের পঞ্চম প্রজন্মের যোগাযোগ স্যাটেলাইট (উপগ্রহ) তুর্কচাত ৫এ। মার্কিনভিত্তিক মহাকাশ প্রযুক্তি সংস্থা স্পেসএক্স এর সহযোগিতায় স্যাটেলাইটটি ইতোমধ্যে ৩১তম মেরিডিয়ান পূর্বে প্রদক্ষিণও করেছে।  ফলে দেশটির যোগাযোগের ক্ষমতা প্রসারিত হয়েছে। 

তুর্কচাত ৫এ এর আগের যোগাযোগ উপগ্রহের তুলনায় ৩০ শতাংশ বেশি ক্ষমতা রয়েছে। মহাশূন্যে তুরস্কের সক্রিয় যোগাযোগ উপগ্রহের সংখ্যা এখন তুর্কচাত ৩এ, ৪এ এবং ৪বি এর পাশাপাশি ৫এ সহ চারে পৌঁছেছে। 

তুর্কচাত ৫বি নামে আরেকটি যোগাযোগ উপগ্রহের পরীক্ষা চলছে এবং এই স্যাটেলাইটের মাধ্যমে দেশের তথ্য ধারণ ক্ষমতা ১৫ গুণ বাড়বে। কক্ষপথে সক্রিয় তুরস্কের স্যাটেলাইটের সংখ্যা গোকতুর্ক-২, গোকতুর্ক-২ এবং রাসাত পর্যবেক্ষণ কক্ষপথসহ মোট সাতটি।

২০২২ সালে উৎক্ষেপণের জন্য পরিকল্পনা রয়েছে তুরস্কের দেশীয় যোগাযোগ স্যাটেলাইট প্রকল্প তুর্কচাত ৬এ স্যাটেলাইটটির। তুর্কচাত ৬এ তুরস্ককে বিশ্বের ১০টি দেশের মধ্যে একটি হবে, যারা নিজস্ব যোগাযোগ উপগ্রহ তৈরি করতে সক্ষম করবে।

আনাদোলু ও ইয়ানি সাফাক


মন্তব্য
জেলার খবর