মন্তব্য
মালয়েশিয়ায় অনির্দিষ্টকালের লকডাউনের মধ্যে দেশের জনগণ ও ব্যবসায়ীদের সহায়তায় ১৫০ বিলিয়ন রিঙ্গিতের পেমুলিহ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ত্রাণ প্যাকেজটির আওতায় সরাসরি আর্থিক ১০ বিলিয়ন রিঙ্গিত সহায়তা প্রদান করা হবে।
দরিদ্র হিসাবে বিবেচিত পরিবারগুলোর মধ্যে- বি ৪০ পরিবারের জন্য ৮০০ এবং এম ৪০ পরিবারের জন্য ২৫০ রিঙ্গিত করে সহায়তা দেয়া হবে। আর অতি দরিদ্র পরিবারে ৫০০, ২০০ এবং ১০০ যথাক্রমে ই ৪০ এবং গ ৪০ এর মধ্যে সহায়তা দেয়া হবে।
এর আগে ৪০ বিলিয়ন রিঙ্গিতের পিমারকাসা প্লাস প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এতে সরাসরি আর্থিক সহায়তার পরিমাণ ছিল ৫ বিলিয়ন রিঙ্গিত। প্রতিবন্ধীদের খাবার সরবরাহে প্রত্যেক সংসদ সদস্যকে ৩০ হাজার প্যাকেট করে বরাদ্দ করা হবে।
চ্যানেল নিউজ এশিয়া