ব্যস্ত সিডনি এখন অচেনা নগরী!

৩০ জুন ২০২১

করোনার দ্বিতীয় দফার আঘাতে সিডনি শহর যেন আজ মৃতপ্রায় নগরী। ২৬ জুন সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া লকডাউন ৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

সিডনির রাস্তার সিগনালগুলোও মৃতপ্রায়, ট্রান্সপোর্ট চলছে ঘড়ি ধরে।  চিরাচরিত সিডনিকে যেন আর চেনাই যাচ্ছে না।

সিডনি সিটির বিভিন্ন দর্শনীয় স্থান বিষণ্ণ জনশূন্য । রাস্তাঘাট, রেলস্টেশন, ট্রেন, বাস সবই ফাঁকা। প্রায় জনমানবহীন। কোনো ভিড় নেই। মানুষজনের চলাচল খুবই সীমিত।

এনবিসি নিউজ ও ডয়েচে ভেলে


মন্তব্য
জেলার খবর