পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা:
রক্ত শুন্যতা রোগে আক্রান্ত ছেলেকে সুস্থ করে তুলতে প্রয়োজন একটা অপারেশন। কিন্তু অপারেশনের জন্য দরকারের ৭/৮ লাখ টাকা নেই সাকিব আল হাসানের পরিবারে। স্কুল পড়ুয়া এ ছেলের চিকিৎসার জন্য তাই সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের দরিদ্র ফজলুল হক।
ফজলুল হক জানান, এক বছর হয় ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ক্যান্সার ও রক্ত পরিপক্ব বিভাগের ডা. মনিরুজ্জামানের কাছে চিকিৎসা নিয়েছিলেন সাকিব। তার শরীরে রক্ত উৎপাদন ও ধারণ ক্ষমতা কম। এ পর্যন্ত চিকিৎসায় প্রায় দশ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন তাকে পুরোপুরি সুস্থ করতে হলে "বোন ম্যারো ট্রান্সপ্লান্ট" অপারেশন জরুরি। চিকিৎসক তাকে জানিয়েছেন এ অপারেশনে ১৫ লাখ টাকা ব্যয় হবে। সাকিব বর্তমানে রংপুর মেডিকেল কলেজের ক্যান্সার ও রক্ত পরিপক্ব বিভাগের চিকিৎসক এ কে এম কামরুজ্জানের তত্বাবধায়নে রয়েছেন।
দরিদ্র ফজলুল হক আরো জানান, ছেলের চিকিৎসায় ইতোমধ্যে নিজের একখণ্ড জমি বিক্রয় করেছেন, এতে কিছু টাকা হয়েছে। কম খরচে ভারতে চিকিৎসার জন্য ইতোমধ্যে ভিসাও সংগ্রহ করেছেন। কিন্তু অপারেশন ব্যয় মেটাতে আরও ৭ / ৮ লক্ষ টাকার প্রয়োজন। এতো টাকা তার কাছে নেই। ফজলুল হককে সাহায্য পাঠানোর উপায়- ইসলামি ব্যাংক পীরগঞ্জ শাখা, রংপুর। হিসাব নং ২০৫০৭৭৭০২০৪২৭১১ অথবা বিকাশ- ০১৭২৯৩২৭৫৮০।
আব্দুল হাকিম ডালিম/এমকে