মন্তব্য
মোবাইল ফোন ভিজে গেলে তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে এটি নষ্ট হয়ে যেতে পারে। তাই কখনো ভিজে গেলে দ্রুত মোবাইল ফোনটিক বন্ধ করুন। সিমকার্ড ও ব্যাটারি খুলে ফেলুন। কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন। কেসিং খুলে নিয়ে পুরো ফোনটিকে ভালো করে মুছে শুকিয়ে ফেলুন।
ভেজা ফোনটির খুলে রাখা অংশগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিন। ভেতরে অতিরিক্ত পানি ঢুকে গেলে ফোনটি টিস্যু দিয়ে মুড়িয়ে রোদে বা উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক বাল্বের আলোতে অনেকক্ষণ রেখে দিন। ভিজে যাওয়া এড়াতে পছন্দমতো কভার ব্যবহার করুন।
এসব করে ঠিক না হলে ফোনটি নির্দিষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে যান। বৃষ্টিতে ভেজার আশঙ্কা থাকলে ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা প্লাস্টিক ব্যাগে ফোন রাখুন। বৃষ্টির মাঝে বাইরে ফোনে কথা বলা, ছবি ওঠানো বা ফোন ব্যাবহার করবেন না।