অর্থবিল পাস

৩০ জুন ২০২১

আগামী অর্থবছরের (২০২১-২২) অর্থবিল মঙ্গলবার জাতীয় সংসদে কন্ঠভোটে পাস হয়েছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

মোবাইল ব্যাংকিং সেবার করপোরেট কর কমানো, শিল্পের কাঁচামাল ক্রয়ে ক্রসচেকে লেনদেনের শর্ত শিথিল ও শিল্প খাতে কালো টাকা বিনিয়োগে ‘বিশেষ’ সুযোগ অব্যাহত রাখা- এমন সব সুবিধা রাখা হয়েছে এ অর্থবিলে। এছাড়া কর্মীদের বেতন পরিশোধে নতুন নিয়ম আনা হয়েছে। বেতন-ভাতা ও সম্মানির পরিমাণ ২০ হাজার টাকার বেশি হলে ক্রসচেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করতে হবে।আগের বিধানে ১৫ হাজার টাকার বেশির ক্ষেত্রে এভাবে পরিশোধের কথা বলা ছিল। এ বিধান না মানলে এ খাতে ব্যয় করা অর্থ আয় হিসাবে দেখানো হয় না। আয় হিসাবে গণ্য করলে তা করযোগ্য হয়ে যায়।

এদিকে অর্থবিল পাসের আগে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থবিলের ওপর কয়েকজন সদস্যের প্রস্তাবিত কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকিগুলো কন্ঠভোটে বাতিল হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর