কয়েক বছর ধরেই বলিউড বায়োপিক জ্বরে ভুগছে। বায়োপিক নিয়ে দর্শকদের আগ্রহ কমতি নেই। এই জ্বরের তীব্রতা বাড়াতে এ বছর ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজহার উদ্দিনের জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বেশ কিছুদিন ধরে এই সিনেমার অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। আজ আজহার উদ্দিনের ৫৩ তম জন্মদিন। নিজেকে আজহার সাজিয়ে টুইটারে বায়োপিকের ফ্লাস্ট লুক প্রকাশ করলেন বলিউডর এই সিরিয়াল-কিসার।
ছবিতে আজহার উদ্দিনের যৌবনের প্রতিচ্ছবি প্রকাশ পায় হাশমির চেহারায়। হাশমির ছবি দেখে চমকে গেছেন বলিউড সংশিষ্ট অনেকেই। হাশমি কিভাবে নিজেকে পাল্টিয়ে ফেলেছেন এই নিয়ে রীতিমত গবেষণা চলছে বলিউড পাড়াঁয়।মহেশ ভাট তো রীতিমতো গর্বিত হয়ে সবাইকে বলেও বেড়াচ্ছেন ভাগ্নের প্রতিভার কথা। তাঁর দাবি, এই ছবি ইমরানের প্রতিভা সম্পর্কে আর কোনও সন্দেহের অবকাশ রাখবে না! শুধুমাত্র টুইটারে ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি হাশমি। আজহারকে উদ্দেশ্য করে লিখেন, 'শুভ ৫৩তম জন্মদিন, আজহার। আমার তরফ থেকে আপনার জন্য উপহার। আপনি হয়ে আমি...'
আজহার হিসেবে কতটা মানানসই হাশমি তা ছবি দেখে অনুমান করতে পারছে তা অনুমান করতে পারছেন সবাই। অভিনেতা হিসেবে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন তা দেখদেত ইমরান ভক্তদের আরও অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ২৪অনলাইন/আরআই/টিএম