আট বছর পর জিম্বাবুয়ে সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ ২০১৩ সালে দেশটিতে সফরে গিয়েছিল টাইগাররা। সেবার ২টি টেস্ট খেলেছিল মুমিনুলরা। ১-১ এ ড্র করে সিরিজ শেষ করে তারা। এখনকার বাংলাদেশ ক্রিকেট দল আগের চেয়ে অনেক শক্তিশালী। তবে এবার প্রস্তুতির ঘাটতি রয়েছে। জিজম্বাবুয়ে উড়াল দেয়ার আগে সে কথা স্বীকার করলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল।
মুমিনুল বলেন, ‘আমরা টেস্ট খেলতে যাওয়ার আগে টি-টোয়েন্টি খেলেছি। তাই বুঝতে পারছেন যে প্রস্তুতি ভালো বলা যাবে না। তবে সেখানে প্রস্তুতি ম্যাচ আছে, মানিয়ে নেয়ার সুযোগও আছে, তাই চেষ্টা থাকবে ভালো করার।’
এছাড়া আরেক দুশ্চিন্তাও আছে। সেটি হলো ইনজুরি। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ছিলেন ইনজুরিতে। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আঙ্গুলে চোট পেয়েছেন। আর পেসার তাসকিন আহমেদের হাতে রয়েছে ৫টি সেলাই। তবে আশার কথা হলো ম্যাচের আগে এরা সবাই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
তিনি বলেন, ‘যাওয়ার আগে লিটন দাস আমার কাছে এসেছিলেন। কথা হয়েছে, ও এখন বেশ ফিট আছে। বাকিদের অবস্থাও ভালো। তামিম, মুশফিক, তাসকিনদের নিয়ে খুব বেশি চিন্তার কিছুই নেই।’ গতকাল কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়ে মুমিনুলের দল। এ সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি হচ্ছে আইসিসি সুপার লিগের অংশ।