মন্তব্য
নেদারল্যান্ডস ফুটবল দলের কোচ ফ্রাঙ্ক ডি বোয়ের। ইউরোর গ্রুপ পর্বে ৫১ বছর বয়সী এ কোচের হাত ধরে সব কটি ম্যাচ জিতে শেষ ষোলোয় উঠেছিল নেদারল্যান্ডস। কিন্তু শেষ ষোলোয় এসে হোঁচট খায় দলটি। চেক প্রজাতন্ত্রের কাছে ২-০ গোলে হারে তারা। এর দুদিন পর মঙ্গলবার নেদারল্যান্ডস কোচের দায়িত্ব ছেড়েছেন ফ্রাঙ্ক ডি বোয়ের।
নেদারল্যান্ডসের সাবেক এ ডিফেন্ডার ফেডারেশনের সাথে কথা বলেই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জনিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।
কেএনভিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘কোচের পদে থাকতে চান না বলে জানিয়েছেন বোয়ের। দুই পক্ষের চুক্তিতেও বলা ছিল, অন্তত (ইউরোয়) কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হবে। চুক্তিপত্র নবায়ন করা হবে না।’