চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে নালার পানিতে পড়ে সিএনজি চালিত একটি অটোরিকশার নারী যাত্রীসহ চালক মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ২ নম্বর গেট মেয়র গলিতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দু’জন হলেন- যাত্রী খাতিজা বেগম (৬৫) ও সিএনজি চালক সুলতান (৪২)। খাতিজা বেগমকে ডাক্তার দেখানোর জন্য সিএনজিতে নিয়ে যাচ্ছিলেন তার স্বজনেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলিটির টিঅ্যান্ডটি কলোনি এলাকার একটি বাসা থেকে খাদিজা বেগমসহ চারজন ওই অটোরিকশায় ওঠেন। সেখান থেকে রওনা দিতেই নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। সকাল থেকে বৃষ্টি হওয়ায় নালায় পানির প্রচণ্ড স্রোত ছিল। এর মধ্যে তিন যাত্রী ওঠে আসতে পারলেও খাতিজা বেগম ও সুলতান ওঠে আসতে পারেননি। তারা দু’জন অটোরিকশায় আটকা পড়ে ডুবে যান।পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া।
দিলীপ কুমার তালুকদার/এমকে