৩০ লাখ টাকার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

৩০ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় ৯ হাজার ৭৯৬ পিস ইয়াবাসহ হাসান (২২) নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। হাসান জেলার সাতকানিয়া থানার গারাঙ্গিয়া বাজার শাহ্ মজিদিয়া পাড়ার শফিকুর রহমানের ছেলে। বুধবার র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নতুন ব্রিজ সংযোগ সড়ক এলাকায় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, হাসান মোটরসাইকেল যোগে ইয়াবাগুলো নিয়ে সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবরটি পায় এবং অভিযান চালায় তারা।  তিনি বলেন, দেহ তল্লাশিকালে হাসানের কোমরের সঙ্গে পেঁচানো টিউবের ভেতরে ইয়াবাগুলো পাওয়া যায়। পরে তাকে ইয়াবা ও মোটরসাইকেলসহ বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর