মন্তব্য
সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং ইরাক যুদ্ধের কারিগর ডোনাল্ড রামসফেল্ড ২৯ জুন মৃত্যুবরণ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তার পরিবার।
তার পরিবারের মুখপাত্র কেইথ উরবাহন বিবৃতিতে জানান, ‘গভীর দুঃখের সাথে আমরা আমেরিকান রাজনীতিবিদ ডোনাল্ড রুমসফিল্ডের মৃত্যুর খবরটি জানাচ্ছি। মৃত্যুর সময় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে পরিবার পরিবেষ্টিত হয়েছিলেন। বোনমেরো ক্যান্সারে আক্রান্ত হয়ে ডোনাল্ড রামসফেল্ড মৃত্যুবরণ করেছেন।’
ইরাক যুদ্ধের মূল কারিগর বলা হয় ডোনাল্ড রামসফেল্ডকে। দেশটির তৎকালীন শাসক সাদ্দাম হোসেনকে সরাতে মার্কিন হামলার ব্লু-প্রিন্ট তার হাত দিয়েই হয়। এরই প্রেক্ষিতে ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে সরাতে ইরাক যুদ্ধ শুরু করে মার্কিন এবং ন্যাটো বাহিনী।
দ্য নিউইয়র্ক টাইমস ও এনপিআর