সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প চীনে

০১ জুলাই ২০২১

চীনের ইয়াংসি নদীর উজানে নির্মিত বেইহেতান বিশ্বের সবচেয়ে বড় ও কারিগরিভাবে সবচেয়ে কঠিন জলবিদ্যুৎ প্ল্যান্ট। 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়োন্নান ও সিচুয়ানের মাঝের সীমান্তে এই প্ল্যান্টটির অবস্থান।

ইতোমধ্যে  প্ল্যান্টটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। চীনা থ্রি জর্জেস করপোরেশন প্ল্যান্টটি নির্মাণ করেছে। 

রয়টার্স


মন্তব্য
জেলার খবর