সূচক ও লেনদেনে উত্থান

০৭ ফেব্রুয়ারী ২০২২

সপ্তাহের প্রথম কার্যদিবসে (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়েছে  সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের। উত্থান দেখা গেছে সূচকেও।  আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় বেড়েছে লেনদেনও- ৭৩ কোটি ৮২ লাখ টাকা।

বাজার তথ্য বলছে, ৩৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৫টির। পক্ষান্তরে কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৪৮টির দর। তিন সূচকের মধ্যে  ডিএসইএক্স ৪০ দশমিক ৭৭, ডিএসইএস ৯ দশমিক ৭৫ ও  ডিএস-৩০ ১৯ দশমিক ১৯ পয়েন্ট বৃদ্ধি পায়। ডিএসইএক্স  ৭ হাজার ৬৪ দশমিক ২৯, ডিএসইএস এক হাজার ৫১৩ দশমিক ৯৯ ও ডিএস-৩০ দুই হাজার ৬১১ দশমিক ৫৪ পয়েন্টে  অবস্থান করে।

লেনদেন হয় এক হাজার ৩৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকা। রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে  শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, ১০৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর দর বৃদ্ধির শীর্ষে থাকে রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৫ শতাংশ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৪টির এবং বাকি ৩২টির অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৮৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৪৭ দশমিক ৩১ এবং সিএএসপিআই ১৪৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭২১ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১২ কোটি ৮০ লাখ টাকা, লেনদেন হয় ৫৩ কোটি ৩৯ লাখ টাকার  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৫৯ লাখ টাকা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর