বুধবার সিংহভাগ শেয়ারের দর বাড়ার সঙ্গে সূচক ও লেনদেনের বড় উত্থান হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। কঠোর লকডাউনের কারণে এদিন ছিল চলতি সপ্তাহের শেষ কার্যদিবস। লেনদেন হয় ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৩০৭টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল বাকি ২৩টির।
লেনদেন হয় এক হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১৪৮ কোটি আট লাখ ৮৯ হাজার টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ২৫৯ কোটি ৮০ লাখ টাকা। দুই লাখ ৩৬ হাজার ৮১০ বার হাতবদল হয় ৪৯ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৯২১টি শেয়ার। শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থানের চিত্র ছিল লেনদেনে।
তিনটি সূচকের মধ্যে প্রধানটি ডিএসইএক্স ১০৭ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ছয় হাজার ১৫০ দশমিক ৪৮ পয়েন্টে, ডিএসইএস ১৬ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১৪ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়ায়। বাকি ডিএস৩০ সূচক ২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৮ দশমিক ৩৭ পয়েন্টে স্থির হয়। ৬ হাজার ৮২০ কোটি ৩৬ লাখ টাকা বেড়ে ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি টাকায় দাঁড়ায় বাজার মূলধন। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকার শীর্ষে থাকে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
এমকে