মন্তব্য
আসন্ন পবিত্র ঈদুল আজহা ও চলমান করোনা পরিস্থিতিতে ভোক্তার ক্রয়ক্ষমতা বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটার প্রতি চার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম বৃহস্পতিবার থেকেই সারাদেশে কার্যকর হবে।সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৪৯ টাকা, খোলা সয়াবিন তেল ১২৫ টাকা ও খোলা পাম সুপার ১০৮ টাকায় কিনতে হবে ক্রেতাকে। আর পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম পড়বে ৭১২ টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে সংগঠনের নেতাদের আলোচনায় নতুন দর নির্ধারণ করা হয়।
এমকে