মন্তব্য
বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বার কাউন্সিলের ধারা ৬০বি অনুযায়ী যারা সর্বশেষ দুটি (২০১৮ ও ২০১৬) এনরোলমেন্ট পরীক্ষার যেকোনো একটিতে অনুত্তীর্ণ হয়েছেন কিংবা অংশগ্রহণ করতে পারেননি, তাঁরা পরীক্ষার ফি বাবদ ১ হাজার টাকা ও ফরম ফি বাবদ ৫০০ টাকা জমা দিয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।