রুয়েটে বিভিন্ন পদে ৩৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

০২ জুলাই ২০২১

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিভিন্ন পদে ৩৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ কথঅ জানায় বিশ্ববিদ্যালয়টি। আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই। বিজ্ঞপ্তি অনুসারে শর্তপূরণ সাপেক্ষে আগ্রহীরা আবেদন করতে পারবেন। 

যে পদগুলোতে আবেদন করা যাবে:
অধ্যাপক: যন্ত্রকৌশল বিভাগে ১টি ও  ইটিই বিভাগে ১টি।
পদের নাম সহযোগী অধ্যাপক: ক. পুরকৌশল বিভাগে ১টি, খ. সিএসই বিভাগে ১টি, গ. গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি।
পদের নাম সহকারী অধ্যাপক: পুরকৌশল বিভাগে ১টি, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ১টি, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি, আইআইসিটি বিভাগে ২টি ও আইইইএস ১টি (অধ্যাপক পদের বিপরীতে)।
প্রভাষক: পুরকৌশল বিভাগে ২টি, ইউআরপি বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে), আর্কিটেকচার বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে), যন্ত্রকৌশল বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে), সিএসই বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে), ইটিই বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে), ইসিই বিভাগে ২টি (তন্মধ্যে ১টি অধ্যাপক ও ১টি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে), যন্ত্রকৌশল বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে), আইপিই বিভাগে ১টি (অধ্যাপক পদের বিপরীতে), জিসিই বিভাগে ২টি (অধ্যাপক পদের বিপরীতে), ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি (অধ্যাপক পদের বিপরীতে), কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ২টি (এর মধ্যে ১টি অধ্যাপক পদের বিপরীতে), পদার্থবিদ্যা বিভাগে ১টি, রসায়ন বিভাগে ২টি, আইআইসিটি ১টি (অধ্যাপক পদের বিপরীতে) ও আইইইএস ১টি।

আগ্রহী প্রার্থীরা এই (www.ruet.ac.bd) ওয়েব সাইটের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। 


মন্তব্য
জেলার খবর