ভোটগ্রহণের মধ্য দিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে ১৩৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতি ছাড়াই একটানা চলবে এ ভোটগ্রহণ। ৯টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। ভোট সুষ্ঠুভাবে গ্রহণে আগের দিনেই সব প্রস্তুতি শেষ করে রাখে নির্বাচন কমিশন (ইসি)। ভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আমরযোগ্য অপরাধে সাজা দিতে মাঠে আছেন সংক্ষিপ্ত আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটকেন্দ্রে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি অনুসরণে আলাদা সতর্কতা অবলম্বন করা হয়েছে। সপ্তম (শেষ) ধাপে এসব ইউপির তফসিল ঘোষণা করা হয়।
এ ধাপে মোট প্রার্থীর মধ্যে ভোটে ছাড়াই ১১ জন চেয়ারম্যান, ১৩ জন মহিলা মেম্বার ও ৪৭ জন মেম্বার হয়েছেন। এ ধাপে পাঁচ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী (মহিলা মেম্বার) এক হাজার ২৩৬ জন এবং সাধারণ প্রার্থী (মেম্বার) চার হাজার ৬২ জন। এসব ইউপিতে ভোটার রয়েছেন ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন। এর মধ্যে ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন পুরুষ, ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ৩ জন রয়েছেন।
এমকে