মন্তব্য
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমা দেশগুলোকে ইঙ্গিত করে বলেন, বেইজিংয়ের দিকে নজর দিলে তাদের কঠোর হাতে প্রতিহত করা হবে।
শি জিনপিং বলেন, আমরা চীনা নাগরিকরা ন্যায় প্রতিষ্ঠা করি। যে কোনো হুমকি মোকাবিলা করতে সবসময় প্রস্তুত। কোনো হুমকি ধামকিতে আমরা ভয় পাই না। ভবিষ্যতেও পাবো না। সুতরাং আমাদের নিয়ে নাক গলানো বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, চীনের জনগণ যে নতুন পৃথিবী গড়ে তুলেছে তা প্রশংসার। যেসব বিদেশি বাহিনী দেশটিকে দুর্বল ভেবে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের ‘মাথা চূর্ণ করে দেওয়া’ হবে। চীনের সামরিক বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে। তাইওয়ানের ‘পুনর্মিলনের’ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। হংকং ও ম্যাকাওয়ের স্বায়ত্ত্বশাসনের ওপর জোর দেব।
রয়টার্স