মন্তব্য
মানুষ থেকে করোনা আক্রান্ত হতে পারে পোষা প্রাণীরা। গৃহকর্তার শরীর থেকে পোষা বিড়াল বা কুকুর করোনায় আক্রান্ত হবার প্রমাণ পাওয়া গেছে।
নেদারল্যান্ডসের উটরিচিট বিশ্ববিদ্যালয়ের ডা. এলেস ব্রোয়েনস বলেন, যদি আপনার করোনা থাকে, তবে বিড়াল ও কুকুরের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত হবে। যেভাবে আপনি মানুষের থেকে দূরে থাকবেন, সেভাবে পোষা প্রাণী থেকেও দূরত্ব বজায় রাখতে হবে।
তিনি বলেন, এখানে মূল উদ্বেগ প্রাণীর স্বাস্থ্য না, বরং পোষা প্রাণীরা ভাইরাসের আশ্রয়স্থলে পরিণত হওয়ার ঝুঁকি থাকবে। এতে তা ফের মানুষের শরীরে সংক্রমিত হতে পারে।
বিবিসি