যুক্তরাজ্যে ফের সংক্রমণ বাড়ছে

০২ জুলাই ২০২১

যুক্তরাজ্যে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ১ জুলাই একদিনে নতুন করে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৮৯ জন। যা গত ২৯ জানুয়ারির পর একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড।

করোনার নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) এ সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী বলছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্যে ১৮ বছরে ওপরে সবাইকে করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৯৭৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন কোটি ৩০ লাখ ৪৮ হাজার ১৯৯ জন।

রয়টার্স ও দ্য ইন্ডিপেন্ডেন্ট


মন্তব্য
জেলার খবর