মন্তব্য
অপারেশন ‘কোভিড শিল্ড-ফেজ ২’ এর আওতায় প্রয়োজনে ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা দেবে সেনাবাহিনী। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরো জানায়, করোনা (কোভিড-১৯) নিয়ন্ত্রণে এ ফেজের আওতায় দেশের সব বিভাগীয় ও জেলা শহরে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহযোহিতা করতে ৩০ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী তাদের মোতায়েন করা হয়। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করছেন, পাশাপাশি চেকপোস্ট স্থাপনের মাধ্যমে চলাচলও নিয়ন্ত্রণ করছেন সেনা সদস্যরা।
এমকে