সমকামীদের প্রতি সহানুভূতি দেখাবে না তুরস্ক

০২ জুলাই ২০২১

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সরকার  ইতোমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নারী অধিকার বা নারী সুরক্ষার বিষয়টি তারা দেখবে। কিন্তু সমকামীদের প্রতি কোনোভাবেই সহানুভূতি দেখানো হবে না। এটি কোনোভাবেই গ্রহণ করবে না তুরস্ক।

 প্রেসিডেন্টের মুখপাত্রের দাবি, ইস্তাম্বুল কনভেনশন সমকামীদের প্রশ্রয় দেয়ার চেষ্টা করছে। সমকামীদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে, যা তুরস্ক কোনোভাবেই মেনে নিতে পারে না। তুরস্কের সংস্কৃতি এবং মূল্যবোধের সঙ্গে সমকাম বিষয়টি যায় না। সে কারণেই এটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১ জুলাই থেকে আর ওই কনভেনশনে থাকছে না তুরস্ক।

ডয়েচে ভেলে


মন্তব্য
জেলার খবর