মন্তব্য
লকডাউনে সরকারিভাবে কর্মহীন মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন জাতীয় পার্টির(জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।একই সঙ্গে করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রসঙ্গে কথা বলেন জিএম কাদের।
জিএম কাদের বলেন, লকডাউনের এমন দুঃসময়ে সরকারকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। লকডাউনের কারণে কোনা শিশু ক্ষুধার জ্বালায় কাঁদলে ও কোনো মানুষ না খেয়ে থাকলে তা হবে বেদনাদায়ক। অভুক্ত থেকে কেউ মারা গেলে তা হবে জাতির জন্য কলঙ্কজনক। তাই লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহবান জানান জাপা চেয়ারম্যান।
এমকে