শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে

০২ জুলাই ২০২১

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আগামীকাল শনিবার পর্যন্ত  হতে পারে।এরপর কিছুটা কমলেও একেবারেই পিছু ছাড়বে না, এক নাগারে না হয়ে থেমে থেমে হতে পারে পুরো মাস-ই। বৃষ্টি হলে কোথাও কোথাও হালকা আবার কোথাও কোথাও মাঝারি ধরণের হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় বলা হয়,  ময়মনসিংহ, রাজশাহী,  রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) আবার কোথাও কোথাও অতিভারী বৃষ্টি  (৮৯ মিলিমিটারের বেশি)হতে পারে।  রংপুর,  রাজশাহী,  দিনাজপুর,  বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর,  যশোর,  কুষ্টিয়া,  খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরাঞ্চলে বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমকে


মন্তব্য
জেলার খবর