মন্তব্য
দেশে চলতি জুলাই মাসে করোনার নমুনা পরীক্ষার জন্য দরিদ্র মানুষের টাকা লাগবে না। কারণ বিনামূল্যে এ পরীক্ষা করতে বৃহস্পতিবার সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ সংক্রান্ত দাফতরিক পত্রে জানানো হয়, দেশে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।তাই করোনা প্রতিরোধে সন্দেহভাজন করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু ফি দিয়ে দরিদ্র একটা পরিবারের একাধিক সদস্যের নমুনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। তাই বিষয়টি বিবেচনায় এ নির্দেশনা দেয়া হয়েছে।
এমকে