খালেদার বিদেশে চিকিৎসায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহবান বিএনপির

০২ জুলাই ২০২১

বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে এবং উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে দলটি।বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে  এ আহবান জানান দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ গমন বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন হয়। বুধবার  জাতীয় সংসদে আইনমন্ত্রী বলেছিলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ আছে খালেদা জিয়ার।

বিএনপির সাংগঠনিক সম্পাদক  বলেন, বর্তমানে তিনি ( খালেদা জিয়া) লিভার, কিডনি ও হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছেন।খবুই অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।উন্নত চিকিৎসার জন্য তাকে আরো উন্নত সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড। এ উন্নত চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। আর উন্নত চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় সরকার। খালেদা জিয়ার কিছু হলে সব দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এ নেতা।

এমকে


মন্তব্য
জেলার খবর